বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাম-ডান মিলে গেছে এক সুরে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৫:৫৭ পিএম

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালে ‘বাম-ডান মিলে গেছে এক সুরে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাম আর ডান মিলে গেছে। এক সুরে। এই তো? খুব ভালো।
তিনি বলেন, আমাদের গ্যাসের প্রয়োজন আছে কি-না? দেশের যদি আমরা উন্নয়ন করতে চাই, এনার্জি একটা বিষয়। এলএনজির জন্য খরচ যথেষ্ট বেশি পড়ে, এতে কোনো সন্দেহ নেই।
শেখ হাসিনা বলেন, অনেকে আন্দোলন করেছে আবার বলেছে, ভারতে দাম কমিয়েছে। এ সময় ভারত ও বাংলাদেশে গ্যাসের দামের পার্থক্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দাম বাড়ানোর পরও ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তাহলে আমি এক কাজ করি, যে দামে কিনব সে দামে বিক্রি করি? তিনি বলেন, বহুদিন পর হরতাল পেয়েছেন পরিবেশের জন্য ভালো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
এইচ. এম আলমগীর ৮ জুলাই, ২০১৯, ৬:২০ পিএম says : 0
গ্যাসের দাম না বাড়িয়ে গ্যাসকে প্রিপেইড মিটার করা হোক তাহলে আগামী 20 বছরেও গ্যাসের দাম বাড়ানোর কথা কোন সরকার বলবে না। এবং সকল মানুষ গ্যাসের সু ব্যাবহার করবে, এখনতো চুলা জালিয়ে কাপড় শুকায়, আবার একটা ম্যাচের কাঠি খরচ হবে এই ভয়ে চুলা নিবায় না, আবার শিতকালে রুম গরম রাখার জন্য চুলা জালিয়ে রাখে, আরো কতকি। আমার মনে হয় এটাই ঠিক আপনারা কি বলেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন