ঈমান নষ্টের কারণ দেখিয়ে অভিনয়কে ‘না’ বলেছেন এক অভিনেত্রী। এই অভিনেত্রী সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। তিনি জাইরা ওয়াসিম। এ নিয়ে অভিনেতীকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। অনেকে আবার জাইরার সমালোচনা করতেও ছেড়ে দেননি। সম্প্রতি জানা গিয়েছে এই অভিনেত্রী বলিউড সুপারস্টার সালমান খানকেও প্রত্যাখান করেছেন। কি অবাক হচ্ছে! বলা হচ্ছে সালমান খানের সঞ্চালনায় নির্মিত একটি অনুষ্ঠানের কথা।
সালমান খানের সঞ্চালনায় দীর্ঘদিন টেলিভিশন দর্শক উপভোগ করছেন ‘বিগ বস’। খুব শীঘ্রই অনুষ্ঠানটির নতুন পর্বের শুটিং হতে যাচ্ছে। আর এই অনুষ্ঠানেই জাইরাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু অনুষ্ঠানটির আয়োজকদের পরিস্কার ভাবেই না করে দিয়েছেন তিনি। জানা যায়, অনুষ্ঠানটিতে আসার জন্য ১.২ কোটি রুপি অফার করা হয়েছিল জাইরাকে। কিন্তু সেটাতেও রাজি হননি তিনি।
সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন অর্থের দিকে একদমই তাকাচ্ছেন না এই অভিনেত্রী। তিনি সত্যি সত্যিই ঈমান নষ্ট না করার জন্যই অভিনয় থেকে নিজেকে দুটিয়ে নিয়েছেন। তবে গুঞ্জণ উঠেছিলো অভিনয় ছাড়ার ঘোষণা দিলেও সুপারস্টার সালমান খান সঞ্চালিত জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করবেন ১৮ বছর বয়সের মুসলিম এই অভিনেত্রী। বিগ বসের আসন্ন ১৩তম মৌসুমে জাইরাকে নেওয়ার চেষ্ঠা ছিল আয়োজকদের।
উল্লেখ্য, এই অভিনেত্রী পরিচিতি পেয়েছেন আমির খানের ‘দঙ্গল’ চলচ্চিত্রে অভিনয় করে। সিনেমাটিতে জাইরা অভিনয় করেছিলেন আমির খানের মেয়ের চরিত্রে। এই অভিনেত্রী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমাটি। এতে প্রিয়াঙ্কা তার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু ইতোমধ্যেই এই অভিনেত্রী সংশ্লিষ্ট সবাইকে স্পষ্ট জানান দিয়েছেন, সিনেমাটির কোনো ধরনের প্রচারণায় অংশ নেবেন না তিনি। সোনালি বোস পরিচালনায় আগামী ১১ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দ্য স্কাই ইজ পিংক’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন