শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আবাসিক হলে সিটের দাবিতে জাবি ছাত্রীদের মানববন্ধন

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ১:০৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলে সিটের দাবিতে মানববন্ধন করেছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ৪৭ ব্যাচের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনের সড়কে এ মানববন্ধন শুরু করেন। এতে প্রায় ৭০ জন ছাত্রী অংশ নিয়েছেন।
আইন ও বিচার বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আফসিন সুলতানা এ্যামি বলেন, ‘আমাদের ব্যাচের একজন শিক্ষার্থীও সিট পাননি। আমরা প্রভোস্ট ও ভিসি বরাবর আবেদন দিয়েছিলাম, কিন্তু কোন জবাব পাইনি। যে কারণে, আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আর যতক্ষণ পর্যন্ত প্রভোস্ট এসে লিখিত না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না’।
নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের খাদিজাতুল কোবরা সেপু বলেন, ‘আমরা প্রায় ১৭ মাস ধরে ১১৪ জন হলের গণরুমে আছি। যেখানে আমাদের অন্যান্য হলের বন্ধু-বান্ধব প্রায় সকলেই সিট পেয়ে গেছেন। একটা ছোট গণরুমে এতোজন আর একসাথে থাকা সম্ভব হচ্ছে না। আমরা আমাদের হলে একটি সিট চাই’।
এ বিষয়ে জানার জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মোহা. মুজিবুর রহমানকে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ করেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন