বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়া রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক ক্ষতি, ২ শিশু নিহত

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ২:২৬ পিএম

গত কয়েক দিনের টানা বর্ষণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারা। এপর্যন্ত সেখানে ২ জন শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়াগেছে।
সেখানে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা সূত্রে জানা গেছে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গা ঝড়ো হওয়া বা এবং প্রবল বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের সেট নষ্ট হয়েছে তাদের নানাভাবে সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। প্রবল বৃষ্টিতে এবং জল হাওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পর্যন্ত দুই শিশু নিহত হয়েছে। তারা হলো উখিয়ার হাকিম পাড়া ক্যাম্পের হামিম (৮) ও মধুরছরা ক্যাম্পের ইব্রাহিম (৭)।
আইওএম এর একজন কর্মকর্তা জানান, তারা গত ৭২ ঘন্টায় ২ হাজার মত ক্ষতিগ্রস্ত সেড সংস্কার করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন