বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চৌদ্দগ্রামে ইউপি মেম্বারে ভাতা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ৩:৪০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি মেম্বারের ভাতার টাকা আত্মসাতের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।গতকাল মঙ্গলবার ঘটনার সত্যতা স্বীকার করেছে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
জানা গেছে, উপজেলার ১৪নং আলকরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন ২১ মাস ধরে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ও ৭নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন ১৮মাস ধরে বিদেশে অবস্থান করার সময় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল মেম্বারদের স্বাক্ষর জাল করে ভাতা উত্তোলন করে নেন। পরবর্তীতে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজ আবেদীন বিষয়টি টের পেয়ে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে নোটিশ এর উত্তর সন্তোষ জনক না হওয়ায় তিনি বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করার পরিপেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি শাখা ৭ জুলাই রবিবার এক পরিপত্রের মাধ্যমে চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে বরখাস্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন