মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সান্তাহারে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ৭:৪৫ পিএম

বগুড়ার সান্তাহারে আদুরে ছাতিয়ানগ্রাম রেলগেটে ট্রেন ও ধানবোঝাই ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানীর কোন ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে খুলনাগামি রকেট মেইল ট্রেন ও ট্রেনের যাত্রী। মঙ্গলবার দুপুর দু’টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে গেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুর দু’টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামি ৩২ ডাউন রকেট মেইল ট্রেনটি ছাতিয়ানগ্রাম ষ্টেশন পার হয়ে এসে ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে রেলগেট অতিক্রম করার সময় ছাতিয়ানগ্রাম আদমদীঘি যাওয়া ধানবোঝাই একটি ট্রাক্টর রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সাথে ট্রাক্টরের পিছনের অংশের ধাক্কা লাগলে ট্রাক্টরটি পাশের রাস্তার ওপর ছিটকে পড়ে। ট্রাক্টরে থাকা শতাধিক বস্তা ধান পাশের খাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেন ও ট্রেনের যাত্রী। ঘটনার পর ছাতিয়ানগ্রাম-আদমদীঘি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় জনগনের সহয়তায় রাস্তা পরিস্কার করা হলে প্রায় একঘন্টা পর ওই রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু বলেন, ছাতিয়ানগ্রাম রেলগেটে গেটম্যানের জন্য ঘড় নির্মান ও প্রতিবন্ধকতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হলে সেখানে কোন গেটম্যান নিয়োগ দেয়া হয়নি। এ কারনে এই গেটে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। তিনি দ্ররুত ওই গেটে গেটম্যান নিয়োগের দাবি জানান। সান্তাহার ষ্টেশনের ষ্টেশন মাস্টার রেজাউল করিম ও সান্তাহার রেলওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন,দুর্ঘটনার বিষয়টি ট্রেনের চালক বা পরিচালক কেউ তাঁদের অবহতি করেন নি। আদমদীঘি থানার ওসি (তদন্ত ) আব্দুর রাজ্জাক বলেন,দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন