মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীর সেনবাগে যাত্রীবাহী বাস খালে, আহত-১৮

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১:৪৭ পিএম

সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস খালে পড়ে ১৮জন যাত্রী আহত হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফেনীর উদ্দেশ্যে চৌমুহনী থেকে সুগন্ধা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। পথে বাসটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সেনবাগ রাস্তার মাথা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালের মধ্যে পড়ে যায়। এসময় বাসে থাকা অন্তত ১৮ যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৩ঘন্টা চেষ্টার পর বাসটি উদ্ধার করে।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলী পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, আহত যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন