মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

হুয়াওয়ের অ্যাক্সেসরিজে মূল্যছাড়!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ৫:৪৯ পিএম

 স্মার্টফোনের পর এবার বিভিন্ন অ্যাক্সেসরিজের দাম কমিয়েছে হুয়াওয়ে। ‘হট সামার কুল অফার’ এর আওতায় হুয়াওয়ে ওয়াচ জিটি, টকব্যান্ড বি৩ লাইট, পোর্টেবল ব্লুটুথ স্পিকার, স্পোর্ট ব্লুটুথ হেডফোন ও ব্যান্ড ৩ই অ্যাক্সেসরিজের দাম কমানো হয়েছে। অফারের আওতায় সবচেয়ে কমানো হয়েছে স্মার্টওয়াচ জিটি’র দাম। ওয়াচ জিটি ১৯ হাজার ৯৯০ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ১৬ হাজার ৯৯০ টাকা। গত বছরের অক্টোবরে বাজারে আসার পর এখন পর্যন্ত ২০ লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে এই ডিজিটাল ঘড়ি। এছাড়া হুয়াওয়ে টকব্যান্ড বি৩ লাইট ৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৬ হাজার ৪৯০ টাকা, হুয়াওয়ে পোর্টেবল ব্লুটুথ স্পিকার ২ হাজার ৬৯০ টাকার পরিবর্তে ২ হাজার ২৯০ টাকা, স্পোর্ট ব্লুটুথ হেডফোন ২ হাজার ৫৯০ টাকার পরিবর্তে ২ হাজার ২৯০ টাকা এবং ব্যান্ড ই৩ ১ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।  এর আগে স্মার্টফোন ও ট্যাব মেলা উপলক্ষে বড় ধরনের মূল্যছাড় ও উপহার দেয় হুয়াওয়ে। গত ২৫ জুন থেকে অফারটি শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত। এই অফারের অধীনে হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ ফোন পি৩০ ৬৪ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে ছাড়ে ৫৯ হাজার ৯০০ টাকা, ২৯ হাজার ৯৯৯ টাকা দামের পি৩০ লাইট ফোনটি ২৪ হাজার ৯০০ টাকা, নোভা থ্রিআই ফোনটি ২১ হাজার ৫০০ টাকা, সঙ্গে উপহার হিসেবে পাওয়া যাবে ব্যান্ড থ্রিই। ওয়াই ৯ (২০১৯) স্মার্টফোনটি ১৮ হাজার ৫০০ টাকায়, সঙ্গে একটি হেডফোন। ওয়াই ৭ প্রো, তিন জিবি র‍্যাম ও ১৬ জিবি রম সংস্করণটি ১২ হাজার ৫০০ টাকা এবং তিন জিবি ৬৪ জিবি সংস্করণটি ১৫ হাজার টাকায় কিনতে পারছেন গ্রাহকরা। সঙ্গে একটি ছাতা উপহার পাবেন ক্রেতারা। ওয়াই ৬ প্রো ১১ হাজার ৫০০ টাকা। যার বর্তমান বাজারমূল্য ১২ হাজার ৯৯৯ টাকা। ওয়াই ৫ (২০১৯) সংস্করণটি ৯ হাজার ৫০০ টাকায়, ওয়াই ৫ প্রাইম (২০১৮) সংস্করণটি ছাড়ে পাওয়া যাচ্ছে ৮ হাজার ৫০০ টাকায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন