শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি

নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ৬:৫৯ পিএম

টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হয়ে পড়ছে নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানায়, গত ২৪ ঘন্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৫০ সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১৭ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৩০ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের পটল, করলা, ঝিংগা, বিভিন্ন শাক সবজিসহ আমন বীজতলা তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী দুই একদিনের মধ্যে বন্যার আশংকা করছেন নদ-নদী তীরবর্তী মানুষেররা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন