শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

না’গঞ্জের বন্দর উপজেলার ৫ ইউপির ৫৪ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে : নারী ভোটার প্রায় দ্বিগুণ

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার : শনিবার সকাল ৮টা থেকে বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৫৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের সহিংসতার খবরা খবর পাওয়া যায় নি। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে লাইভ নারায়ণগঞ্জের প্রতিনিধিরা জানান, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি বেশী। প্রায় দ্বিগুণ। তবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কিছু অভিযোগ রয়েছে।

বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৫নং কেন্দ্র পানপুর মাদ্রাসা ঘুরে বেশ কিছু অনিয়ম ধরা পরে। কেন্দ্রে উপস্থিত থেকে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইছে। এতে অনেকা শঙ্কিত হয়ে পড়ছে। এছাড়া কেন্দ্রের চার পাশে দলী লোকজনদের সমাগম রয়েছে।
নির্বাচনে ৫ শতাদিক পুলিশ, ৯ শতাধিক আনসার, ৫০ বিজিবি, ২৭ র‌্যাবসহ প্রচুর গোয়েন্দা নজরদারিতে থাকলেও প্রার্থীদের দলীয় লোকজনই তাদের নিরাপত্তা দিচ্ছে এমন চিত্রই দেখা গেছে। এছাড়া কেন্দ্রের চারপাশে থেকে ভোটারদের প্রভাবিত করার চেষ্ঠাও করছে অনেকে।এতিকে, ৫টি ইউপিতে ৫৪টি ভোট কেন্দ্র, চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগের ৫ জন, জাতিয় পার্টি ৪ জন, বিএনপি থেকে ২ জন, বিদ্রহী ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে ১৪ জন।
ইউপি সদস্য সংরক্ষিতসহ ৫ ইউপির ৪৫ ওয়ার্ডে ৩’শও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বন্দর উপজেলাতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১০হাজার ৬ শ ৭৬ জন। নারী ভোটার সংখ্যা ৫৪ হাজার ৪ শ ৯৫ জন ও পুরুষ ৫৬ হাজার ১ শ ৮১ জন। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদে ভোটার সংখ্যা ৩৪ হাজার ১ শ ৫৪, বন্দর ইউনিয়নে ভোটার সংখ্যা ২২হাজার ৫ শ ৪৩ জন, মুছাপুর ইউনিয়ন পরিষদে ভোটার সংখ্যা ১৯ হাজার ৭ শ ৮ জন, ধামঘর ইউনিয়ন পরিষদে ভোটার সংখ্যা ১৯ হাজার ৩ শ ৬৭ জন ও মদনপুড় ইউনিয়ন পরিষদে ভোটার সংখ্যা ১৪ হাজার ৯ শ ১৩ জন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন