শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ১০ শ্রমিক আহত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণাধীন স্থাপনার ত্রিপল ও বাঁশের কিছু অংশ ধসে ১০ শ্রমিক আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন ঈশ্বরদী পৌরসভার হাসপাতাল রোড এলাকার আব্দুর লতিফের পুত্র আসিফ (২৬), আমবাগান এলাকার নুরুল ইসলামের পুত্র আমির হোসেন (৩৫), শহরের ফতে মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুর সাত্তার শেখের পুত্র রইস উদ্দিন (৩২), পাবনার চাটমোহর পশ্চিম রামনগর এলাকার হযরত আলীর পুত্র ফিরোজ হোসেন (২২), সিরাজগঞ্জের শাহজাদপুর দরগাপাড়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র রাকিব উদ্দীন (৪৪), ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুর রহমানের পুত্র আবু বক্কর (২৮), পাকশী ইউনিয়নের রূপপুর এলাকার চাঁদ আলীর পুত্র হাবিবুর রহমান (৪৬), ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের হযরত আলীর পুত্র মেহেদী হাসান (৩০), পাকশী ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র আলাউদ্দিন (৩৩) এবং পাবনার আতাইকুলা থানার খালেকের পুত্র ইসাহাক আলী (৩৫)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ফিরোজের অবস্থা অবনতি হওয়ায় মঙ্গলবার রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন