বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দুই বছরেও শেষ হয়নি তদন্ত

রাবিতে সাংবাদিক হত্যাচেষ্টা

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্য ডেইলি স্টারের বিশ^বিদ্যালয় প্রতিবেদক আরাফাত রহমানকে হত্যাচেষ্টা মামলার দুই বছরেও শেষ হয়নি মামলা তদন্ত। এছাড়া বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিলেও আমলে নেয়নি তারা। হামলাকারীদের পরিচয় স্পষ্ট হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ ঘটনায় বিশ^বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কর্মরত সাংবাদিকদের ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়। 

বিশ^বিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আহমেদ ফরিদের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পী বলেন, আরাফাত রাহমানের ওপর হামলায় জড়িতের পূর্ণ পরিচয় ও ঘটনার ভিডিও বিশ^বিদ্যালয় প্রশাসন ও পুলিশকে দেওয়া হয়েছে।
এরপরেও দুই বছর পার হলেও দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি প্রশাসন। প্রশাসনের ছত্রছায়ায় অভিযুক্তরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতাই এনে দ্রæত বিচার নিশ্চিতের দাবি জানান তিনি।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মর্তুজা নুর, সাংবাদিক সমিতির সভাপতি সুজন আলী, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়, সহ-সভাপতি ইয়াজিম পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ সালমান শাকিল প্রমুখ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন