বন্দুক হাতে গানের তালে উদ্দাম নাচছেন বিজেপি বিধায়ক। বুধবারই উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক প্রণব সিং চ্যাম্পিয়নের এই ভিডিও ভাইরাল হয়েছিল। বলিউডি গানের সঙ্গে তাঁর কোমর দোলানোর ভিডিও এখনও রমরমিয়ে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। চারটে রিভলবার, মদের গ্লাসে চুমুক দিতে দিতে বিধায়কের নাচের ভিডিও দেখে তৈরি হয়েছে বিতর্ক, চটেছে দলও। এই পরিস্থিতিতেও ‘ভাঙব তবু মচকাবো না’, এমনই মনোভাব প্রণব সিংয়ের। বন্দুক তো কারোর দিকে তাক করা ছিল না, তাহলে সমস্যাটা কোথায়? এমনই প্রশ্ন তুলেছেন তিনি। সাফাইয়ের সুরে তাঁর বক্তব্য, ‘এই ভিডিওটি পুরোপুরি এডিট করা হয়েছে। অনুমতি না নিয়েই আমার বাড়িতে ঢুকে এই ভিডিও তোলা হয়েছে। এটা আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনধিকার চর্চা।’ এদিকে, এই ভিডিও ভাইরাল হতেই প্রণবকে শো–কজ করেছে দল। দলের প্রাথমিক সদস্যপদ থেকে এমনিতেই সাসপেন্ড রয়েছেন তিনি। এ বার তাঁকে বহিষ্কার করা যায় কি না সেই নিয়েও দলের অন্দরে কথাবার্তা শুরু হয়েছে। এই প্রসঙ্গে বিধায়কের সাফাই, ‘আমার হাতে যে রিভলভারগুলো ছিল সেগুলোর লাইসেন্স রয়েছে। ওগুলোর ভিতরে গুলিও ছিল না। সবচেয়ে বড় কথা, বন্দুক তো আর কারোর দিকে তাক করা ছিল না। তাহলে অসুবিধা কোথায়? আমার পর্যায়ে একজন চার বারের বিধায়ককে দেখান, যিনি এই বয়সেও আমার মতো ফিট। বয়সকে আমি বশে রেখেছি। আমার ব্যক্তিত্বের এই ভাল দিকটা কিন্তু মিডিয়া দেখছে না।’ এই প্রথম নয়, এর আগেও একবার দু’হাতে রিভলভার নিয়ে নাচের জন্য বিতর্কের মুখে পড়েছিলেন। তখন তিনি আবার কংগ্রেসের কংগ্রেসের বিধায়ক ছিলেন।
সূত্র : আজকাল
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন