বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হিলিতে জালনোট প্রতিরোধ বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

জাল নোট প্রতিরোধে জন সচেতনতার বিকল্প নেই। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকার ব্যবসায়ীরা যেন জাল নোট নিয়ে প্রতারনা চক্রের হাত থেকে রেহায় পায় সেই দিকে লক্ষ্য রেখে দিনাজপুরের হিলিতে জালনোট প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক রংপুরের দিক নির্দেশনায় এই ওয়ার্কসপটির আয়োজন করা হয়। স্থানীয় সোনালী ব্যাংকের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্কসপটির সভাপতিত্ব করেন, দিনাজপুর সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা, আলোচক বাংলাদেশ ব্যাংক রংপুর অঞ্চলের উপ-পরিচালক আব্দুল আজিজ প্রামানিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন