বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিনামূল্যে কেঁচো বিতরণ জৈব সার ব্যবহারে আগ্রহ বাড়ছে কৃষকের

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা

‘জৈব সার ব্যবহারে, ফলন বাড়ে অধিক হারে’ এই সেøাগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে ভার্মি কম্পোস্ট ভিলেজ সৃজন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়নের জংলিপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মা এগ্রো চুয়াডাঙ্গার উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, মা এগ্রো চুয়াডাঙ্গার স্বত্বাধিকারী মফিজুর রহমান মাহফুজ, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তিসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে কৃষি উন্নয়নের স্বার্থে চুয়াডাঙ্গার মা এগ্রো’র পক্ষ থেকে ১২০ জন কৃষান, কৃষানীর হাতে বিনামূল্যে কেঁচো তুলে দেন। যার বাজার মূল্যে ৩ লাখ ৬০ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক। কৃষকরা কেঁচো কম্পোস্ট সার তৈরি করে জমিতে ব্যবহার করলে রাসয়ানিক সার ব্যহবহার করতে হবে না বলে জানান অতিথিরা। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক আরশেদ আলী জানান, বিনামূল্যে কেঁচো পেয়ে কৃষকরা জৈব সার উৎপাদনে ভূমিকা রাখবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন