বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ম্যাড থেটারের নদ্দিউ নতিম

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

কিংবদন্তী কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদের উপন্যাস কে কথা কয়-এর নাট্যরূপ নদ্দিউ নতিম। এ মাসেই হূমায়ুন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী স্মরণে ১৩ জুলাই সন্ধ্যা ৭টায় শিল্পকলায় অনুষ্ঠিত হবে নদ্দিউ নতিম নাটকের বিশেষ প্রদর্শনী। নাটকটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। নাটক রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম, যিনি ম্যাড থেটারের হেড ম্যাড। নাটকটিতে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত, যারা একই পরিবারের সদস্য। নাটকটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি দর্শকদের আকৃষ্ট করেছে এর অভিনয়শিল্পীদের অভিনয় গুণ, কাহিনীর চমৎকারিত্ব, ঘটনার বিন্যাস ও চরিত্রের বিচিত্রতায়। নাটকটি নিয়মিতভাবে ঢাকায় মঞ্চস্থ হচ্ছে। প্রতিটি প্রদর্শনীতেই রয়েছে দর্শকদের আগ্রহ আকর্ষণ এবং পুনর্বার দেখার তাগিদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন