রাজধানীর সায়েদাবাদে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে জনপদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার হাজীগাঁও গ্রামের কুটি মিয়ার ছেলে। তিনি রাজধানীর স্বামীবাগের মুন্সিটোলা এলাকায় থাকতেন।
নিহতের খালাতো ভাই জডনাল বলেন, জনপদ মোড় এলাকায় সাইফুলের একটি দোকান রয়েছে। বুধবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন