শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ডিশ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে ফ্রেন্ডস সেন্টারের মালিক ডিশ ব্যবসায়ী শফিকুল ইসলাম মোড়লের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নে মুলাইদ (এমসি বাজার) মাজম আলীর মোড়ে এ ঘটনা ঘটে। চাঁদাবাজির ঘটনায় ডিশ ব্যবসায়ী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, গত বেশ কিছুদিন ধরেই স্থানীয় মফিজ উদ্দিনের পুত্র রিমেল, হিমেল বেপারী, নুরুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম বেপারী ও মনির হোসেন বেপারীসহ আরও কয়েকজন ডিশ ব্যবসায়ী শফিকুল ইসলাম মোড়লের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেয়ায় শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজন ডিশ ব্যবসায়ী শফিকুল ইসলামের ডিসের ক্যাবল, পাওয়ার বক্স, সাপ্লাইয়ার সহ অন্যান্য যন্ত্রপাতি ভাংচুর করে ৩ লাখ টাকার ক্ষতি করে। শ্রীপুর মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, চাঁদাবাজির অভিযোগ পেয়েছি, তদন্তকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শ্রীপুরে মতবিনিময় সভা
গাজীপুরের শ্রীপুর মডেল থানার সামনে গতকাল শনিবার দুপুরে আসন্ন রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সিনিয়র এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, গাজীপুর জেলার পুলিশ সুপার মো: হারুন-অর-রশিদ বিপিএম-পিপিএম (বার)। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল হক প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন