মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পোল্যান্ডে এক ব্যাটালিয়ন সেনা মোতায়েন করবে ন্যাটো

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাশিয়ার হুমকি মোকাবেলায় সেনাশক্তি বাড়াচ্ছে পোল্যান্ড

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার সাথে উত্তেজনার প্রেক্ষাপটে আগামী সেপ্টেম্বর থেকে নতুন করে ৩৫ হাজার আধা সামরিক প্রতিরক্ষা সদস্য নিয়োগ শুরু করার কথা ঘোষণা করেছে পোল্যান্ড। প্রতিরক্ষা মন্ত্রী আন্তনি মেসিয়ারউইচ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যেই টেরিটরিয়াল ডিফেন্স ফোর্স নামের ওই বাহিনীর গুরুত্বপূর্ণ পদ নির্ধারণ করা হয়েছে। এই বাহিনীর সদস্যরা হবেন বেসামরিক স্বেচ্ছাসেবী, তবে সামরিক যোগ্যতাসম্পন্ন। ক্রিমিয়া যেভাবে ইউক্রেন ত্যাগ করে রাশিয়ার প্রতি আনুগত্য ঘোষণা করেছে তেমনটা যাতে না ঘটে সেটা ঠেকানো হবে এ বাহিনীর কাজ। উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন যে, ন্যাটোর সামরিক উপস্থিতি বৃদ্ধিতে সহযোগিতা করার কারণে ভবিষ্যতে পোল্যান্ড ও রোমানিয়ার মতো দেশ রুশ হামলার মুখে পড়তে পারে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার এই হুমকি মোকাবেলা করতে গিয়েই পোল্যান্ড সেনাশক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ন্যাটোও পোল্যান্ডে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। পোল্যান্ডে এক ব্যাটালিয়ন সেনা মোতায়েন করবে ন্যাটো। পাশাপাশি প্রতিবেশী বাল্টিক দেশ-এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ায় মোতায়েন করা হবে ন্যাটোর তিন ব্যাটালিয়ন সেনা। রোটেশন ভিত্তিতে প্রায় ৪০০০ সেনা মোতায়েন করবে ন্যাটো। ওয়ারশতে আগামী ৮-৯ জুলাই ন্যাটোর শীর্ষ সম্মেলনে বিষয়টি চূড়ান্ত করা হবে। রাশিয়া সীমান্তে জোটের শক্তি বাড়াতে ন্যাটোর ২৮ সদস্যের অনেক দেশই সেনা পাঠাবে। রাশিয়া ২০১৪ সালের মার্চে ইউক্রেনের ক্রাইমিয়া দখলের পর থেকে মস্কোর সাথে পাশ্চাত্যের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। পোল্যান্ড ও বাল্টিক দেশসমূহের মধ্যে অবস্থিত কালিনিনগ্রাদে ইস্কান্দার-এম পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন