শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আফগান নেতৃত্বে রশিদ খান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ৭:২৯ পিএম | আপডেট : ৭:৫৭ পিএম, ১২ জুলাই, ২০১৯

আফগানিস্তান ক্রিকেট দলের নেতৃত্বে আবার এসেছে পরিবর্তন। দলটির নতুন অধিনায়ক হিসেবে গতকাল রশিদ খানের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ক্রিকেটের তিন সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন রশিদ। রশিদের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক আসগর আফগান।
বিশ্বকাপের আগে ১৯ এপ্রিল আসগর আফগানকে সরিয়ে গুলবাদিন নাইবকে ওয়ানডে, রহমত শাহকে টেস্ট ও রশিদ খানকে টি-২০ অধিনায়ক নির্বাচন করেছিল এসিবি। বিশ্বকাপের আগে বোর্ডের এমন সিদ্ধান্তে তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের অনেকেই। এর মধ্যে ছিলেন দলের দুই তারকা খেলোয়াড় রশিদ ও মোহাম্মদ নবীও। সমালোচকদের মতে দলের এ অভ্যন্তরীণ কোন্দলের কারণেই বিশ্বকাপে আফগানদের এমন ভরাডুবি।
ইংল্যান্ড ওয়েলসে চলমান বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি আফগানিস্তান। এরপরই গুলবাদিন নাইবকে সরিয়ে রশিদকে অধিনায়ক নির্বাচন করলো এসিবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md. Abdur Razzak ১৩ জুলাই, ২০১৯, ১২:৩০ পিএম says : 0
Rashid Beadab.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন