শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

র‌্যাক -এর কমিটি গঠন

সভাপতি মোর্শেদ নোমান, সম্পাদক আদিত্য আরাফাত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

 দুর্নীতি দমন কমিশন (দুদুক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ নতুন কমিটি নির্বাচন করা হয়। এতে প্রথম আলোর মোর্শেদ নোমান সভাপতি ও ডিবিসি নিউজের আদিত্য আরাফাত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেনÑ সহ-সভাপতি: মহিউদ্দিন আহমেদ (গাজী টিভি) ও আবুল কাশেম (জয়যাত্রা), যুগ্ম সম্পাদক যথাক্রমে আহম্মদ ফয়েজ (নিউএজ) ও তাওহীদ সৌরভ (এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক: মাহবুব কবির চপল (এটিএন বাংলা), কোষাধ্যক্ষ: সোলায়মান সালমান (ডেইলি সান), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক: সফিক শাহীন (এনটিভি), দপ্তর সম্পাদক: তাবারুল হক (বিডিনিউজ২৪), প্রচার ও প্রকাশনা সম্পাদক: জেসমিন মলি (বণিক বার্তা), আন্তর্জাতিক সম্পাদক: সফিকুল ইসলাম সবুজ (চ্যানেল ২৪), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: সাফি উদ্দিন আহমেদ (নতুন সময়), নারী সম্পাদক: তাপসী রাবেয়া আঁখি (আমাদের অর্থনীতি)। এছাড়া কার্যনির্বাহী কমিটির সাত সদস্য হলেন- সাঈদ আহমেদ খান (ইনকিলাব), হায়দার আলী (কালেরকণ্ঠ), মতলু মল্লিক (আলোকিত বাংলাদেশ), রিশাদ হুদা (ইনডিপেনডেন্ট টেলিভিশন), এম এ রহমান মাসুম (রাইজিংবিডি ডটকম), সাইফ বাবলু (সংবাদ) ও রোকসানা আমিন (চ্যানেল আই)। নির্বাচনে মিজান মালিক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য এম. বদিউজ্জামান ও রফিকুল ইসলাম আজাদ। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন