মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জামালপুরে পানি বেড়ে নতুন এলাকা প্লাবিত

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ২:১৮ পিএম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে গত ১২ ঘণ্টায় যমুনার পানি ২৩ সেন্টিমিটার বেড়ে বর্তমানে বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হয়েছে নতুন এলাকা।

যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক গেজ রিডার আব্দুল মান্নান জানান, বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় সকাল ৮টায় ১৯.৮১ সেন্টিমিটার পানি পরিমাপ করা হয়েছে। এই পয়েন্টে স্বাভাবিক পানির উচ্চতা হল ১৯.৫০।
এদিকে উজানে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পারিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
পানি বাড়ার ফলে নতুন করে বকশীগঞ্জের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এর আগে সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
জামালপুর জেলা প্রশাসক আহমদ কবীর জানান, জেলার বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এখন পর্যন্ত জামালপুরের বন্যা ভয়াবহ রূপ ধারণ করেনি।
আজ শনিবার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে দুর্গত এলাকার জন্য ত্রাণ বরাদ্দ দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন