বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শ্রীদেবী খুন হয়েছেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রীদেবীর মৃত্যু রহস্যের ঘটনা নয়া মোড় নিয়েছে। ফরেন্সিক এক্সপার্টের বিস্ফোরক দাবি স্বামী বনি কাপুর একপ্রকার উড়িয়ে দিলেন।

শ্রীদেবীর মৃত্যু নিয়ে স¤প্রতি চাঞ্চল্যকর দাবি করেছেন ডিজিপি ঋষিরাজ সিং। তিনি বলেছেন, মোটেই আকস্মিক নয় নায়িকার মৃত্যু। এটা পরিষ্কার ঠান্ডা মাথায় খুন। আর এই দাবির পিছনে তার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে।
অপরদিকে এমন দাবিকে ভিত্তিহীন বলে শ্রীদেবীর স্বামী ও প্রযোজক বনি কাপুর কোন উত্তর দিতে চান না। তিনি কেবল বলেছেন, এ ধরনের মনগড়া গল্পের কোন ভিত্তি নেই। ভবিষ্যতেই তা প্রমাণ হবে।

শ্রীদেবীর মৃত্যুর জন্য দায়ি বনি কাপুর, এমন অভিযোগ আগেই উঠেছে। শ্রীদেবীর মৃত্যু নিয়েও রহস্য ছিল। বাথটাব থেকে মিলেছিল নায়িকার নিথর দেহ। বলিউডের হার্টথ্রবের এমন মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল ভক্তদের। বছর ঘুরে যাওয়ার পর সেই মৃত্যু নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য! গত বছরের ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যু হয়।
বিলাসবহুল হোটেলের বাথটবে পাওয়া যায় শ্রীদেবীর প্রাণহীন দেহ। প্রাথমিক রিপোর্টে আকস্মিক মৃত্যু বলা হলেও, অনেকেই দাবি করেছিলেন, ঠান্ডা মাথায় ছক কষে খুন করা হয়েছিল অভিনেত্রীকে। এদিকে গত বছরের মে মাসে ভারতের শীর্ষ আদালতের তরফে খারিজ করে দেওয়া হয় এই মামলা।

কিন্তু স¤প্রতি কেরালা জেলের ডিজিপি ঋষিরাজ সিং সামনে আনেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানিয়েছেন, তার বন্ধু ডা. উমাদাথন একজন অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞ। তার কাছেই কৌতূহলের বশে শ্রীদেবীর মৃত্যুর কারণ জানতে চেয়েছিলেন ঋষিরাজ।

আর তখনই বিস্ফোরক মন্তব্য করেন উমাদাথন। তিনি জানান, আমার অনুমান এই মৃত্যু স্বাভাবিক নয়। অ্যাক্সিডেন্টাল ডেথও নয়। হতে পারে তাকে খুন করা হয়েছে! বিশেষজ্ঞের মতে, শ্রীদেবীর মৃত্যু যেভাবে হয়েছে, কোনও মানুষ সেভাবে এক ফুট পানিতে ডুবে মারা যেতে পারে না।

তিনি দাবি করেন, কেউ মাথা বা পা টেনে ধরে ডুবিয়ে না দিলে এক ফুট পানিতে ডুবে শ্রীদেবীর মৃত্যু হতে পারে না। তার মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারেন বনি কাপুর। তার পেশ করা এই তথ্য বর্তমানে সবচেয়ে বেশি বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সূত্র : ওয়েবসাইট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Dewan Hanif Ahamed ১৪ জুলাই, ২০১৯, ১:২১ এএম says : 0
তদন্তের জন্য CIDপুলিশ আর উকিলের জন্য kD পাঠকে দরকার সব পেয়ে যাবে
Total Reply(0)
Abdullah Al Mamun ১৪ জুলাই, ২০১৯, ১:২১ এএম says : 0
তদন্ত করে দোষিদের শাস্তি দেয়া হোক।
Total Reply(0)
Mahadeb Das ১৪ জুলাই, ২০১৯, ১:২১ এএম says : 0
টাকার অঙ্ক সম্ভবত কম হয়েছে।
Total Reply(0)
মিলন মন্ডল ১৪ জুলাই, ২০১৯, ১:২২ এএম says : 0
এক ফুট জলে কেউ ডুবে মরতে পারে না।তবে মাথার পিছনের চুল ধরে আর পা ধরে জলে ডুবে রাখলেও এক ফুট জলে মরে।
Total Reply(0)
Elliaus Ahammed ১৪ জুলাই, ২০১৯, ১:২২ এএম says : 1
Prominently it was murder.
Total Reply(0)
AK Ali Ahmed ১৪ জুলাই, ২০১৯, ১:২২ এএম says : 1
অবশ্যই তার মৃত্যুতে ঘাপলা আছে।
Total Reply(0)
kkio ১৪ জুলাই, ২০১৯, ৩:৫৫ এএম says : 0
R u a newspaper or conspiracy paper? Making our youth budhdhus only.
Total Reply(0)
Shahinur islam ১৪ জুলাই, ২০১৯, ৬:০৩ এএম says : 0
Naika boracilo.hote pare gosoler somoy hotat soril obos hoye gecilo.jar karone loracora korte pare nay.
Total Reply(0)
MD. Mahmood azim ১৪ জুলাই, ২০১৯, ৯:০৬ এএম says : 0
Satha kona din chaps thake na.pap bapke chare na
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন