মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

২৬ স্কুলের প্রধান শিক্ষকের ইউবিআর কর্মশালা

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ইউবিআর ও আরএচস্টেপের (যৌন এবং স্বাস্থ্য প্রজনন কেন্দ্র)র, আয়োজনে গত শনিবার চন্দ্রঘোনা মিশন হাসপাতাল কার্যালয়ে দু’দিন ব্যাপী কাপ্তাই-রাজস্থলী উপজেলার ২৬টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষদের নিয়ে যৌন, স্বাস্থ্য, ইভটিজিং, বাল্যবিয়ে বিষয়ক কর্মশালা কাপ্তাই-রাজস্থলী উপজেলা কর্মকর্তা কাজী মুশফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী সমাপনী কর্মশালা অন সাপ্লিমেন্টারি রিডিং মেটেরিয়াল (এসআরএম) এন্ড হোল স্কুল এপ্রোস (ডবিøউএসএম) ফর হেডমাস্টার্স বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর্ণফুলী সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, মাস্টার ট্রেইনার হোসনে জাহান লিজা, খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল ডাক্তার বিলিয়াম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ প্রমুখ।
প্রধান অতিথি আগত প্রধান শিক্ষকদের বলেন, প্রতিটা স্কুলে শিক্ষার্থীদের ইভটিজিং, বাল্যবিয়েকে না এবং স্বাস্থ্য সচেতনতা শিক্ষা দেয়ার আহবান করেন। পরে প্রধান শিক্ষকদের পুরস্কার প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন