বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় যমুনা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যহত

নিন্মাঞ্চল যে কোন মুহুর্তে প্লাবিত হয়ে পড়বে

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ৪:৪৭ পিএম

পাবনায় যমুনা ও পদ্মা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যমুনা নদীর পানি পাবনার নগরবাড়ী পয়েন্টে গত ২৪ ঘন্টায় বিপদসীমা অতিক্রম করেছে। পাবনা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ত্বাহা জানান, ২৪ ঘন্টায় পদ্মা ও যমুনা নদীর পানি গড়ে ৪০ সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি অব্যাহত থাকলে নগরবাড়ি এলাকার নি¤œাঞ্চল বন্যার পানি প্রবেশ করবে। যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে ডেঞ্জার লেবেল ৯.৪৯ মিটার । ইতোমধ্যে ডেঞ্জার লেবেল অতিক্রম করে বর্তমানে ১০.০৬ মিটারে রয়েছে। বৃদ্ধি পেয়েছে ২৪ ঘন্টায় ৫৬ সেন্টিমিটার। এই পানি আরও বৃদ্ধি পেলে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়বে। পদ্মা নদীর পানি বাড়ছে । তবে এখনও বিপদ সীমা অতিক্রম করেনি। এবার যমুনা ও পদ্মা নদীর পানি এক সাথে বৃদ্ধি পাচ্ছে। মুজিব বাঁধের কারণে পাবনা জেলার মধ্যে বন্যার পানি প্রবেশ না করলেও বাঁধের বাইরে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়বে।
এক সূত্র মতে, চীন ও ভারতে বন্যা হওয়ায় ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে, ফলে ফারাক্কা ব্যারেজে দিয়ে গঙ্গার পানি, আসামের পানি, তিস্তা ব্যারেজ দিয়ে তিস্তা নদীর পানি বাংলাদেশের তিস্তা নদী মুখে ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে তিস্তা, বক্ষ্রপুত্র, যমুনা এবং এর শাখা নদীসমূহে পানি বাড়ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন