বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

খালি চোখে কী রঙের বৃত্ত দেখছেন আপনি?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ৫:০৮ পিএম

টুইটারে এখন একটি নতুন দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। যা দেখে মানুষ তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। কম্পিউটার ও ইনফরমেশন সায়েন্স ইঞ্জিনিয়ার ডেভিড নোভিক নতুন অপটিক্যাল ইলিউশনটি বানিয়েছেন। যেখনে দেখা যাচ্ছে বারোটি রঙিন বৃত্ত। যার ওপর দিয়ে, ভূমির সঙ্গে সমান্তরাল রঙিন রেখা গিয়েছে।

আপনি এক ঝলকে দেখবেন, বৃত্তগুলি সবুজ, লাল, বেগুনি রঙের। কিন্তু যদি একটু মন দিয়ে দেখার চেষ্টা করেন দেখবেন, ১২টি বৃত্তই একই রঙের, হাল্কা বাদামি।

বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আপনার মতো অনেকেই একই ভুল করবেন। সেটাই স্বাভাবিক। কারণ হল, বৃত্তগুলির ওপর দিয়ে, যে রেখাগুলি গিয়েছে, সেগুলির রং বৃত্তগুলির ওপরে এসেই পরিবর্তন হয়ে গিয়েছে। তাই রেখাগুলির সাপেক্ষে বৃত্তগুলির রং পরিবর্তিত মনে হচ্ছে।

এই অপটিক্যাল ইলিউশনটি ভাইরাল হওয়ার পর, আরও অনেকে আসরে নেমেছেন বিষয়টি ব্যাখ্যা করতে। সেখানে দেখানো হয়েছে, কী ভাবে আপনার চোখ ধোঁকা খাচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন