বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কলকাতা চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের দুই চলচ্চিত্রের প্রদর্শনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

কলকাতা পার্টিশন মিউজিাম ট্রাস্ট আয়োজিত ১৬ থেকে ১৯ আগস্ট কলকাতায় অনুষ্ঠিতব্য সাতচল্লিশের দেশভাগের চলচ্চিত্রসমূহ নিয়ে এক চলচ্চিত্র উৎসবে তানভীর মোকাম্মেলের দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে। চলচ্চিত্র দু’টি হচ্ছে ‘চিত্রা নদীর পারে’ ও প্রামাণ্যচিত্র ‘সীমান্তরেখা’। উৎসবে তানভীর মোকাম্মেলকেও নিমন্ত্রণ জানানো হয়েছে এবং ১৯ আগস্ট তিনি যদুনাথ ভবন মিউজিয়ামে দেশভাগের চলচ্চিত্রায়নের সমস্যা বিষয়ক একটি মাস্টার ক্লাস নেবেন। এছাড়া ২১ আগস্ট রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তানভীর মোকাম্মেলকে একটি বিশেষ বক্তৃতা প্রদানের জন্যে আমন্ত্রণ জানিয়েছে। বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে সাহিত্য থেকে চিত্রনাট্য ঃ ওয়ালীউল্লাহর লালসালু ও এ ট্রী উইদাউট রুটস। এছাড়া ঋত প্রকাশনী কর্তৃক প্রকাশিত তানভীর মোকাম্মেলের কাব্যগ্রন্থ ‘বেহুলা বাংলা ও অন্যান্য কবিতা’ বইটির ভারতীয় সংস্করণের প্রকাশনা উৎসবটিও আগস্ট মাসে কলকাতায় অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচীতে অংশ নেবার জন্যে তানভীর মোকাম্মেল ১০ আগস্ট কলকাতায় যাবেন এবং দুই সপ্তাহ অবস্থান করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন