শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

লাতিন আমেরিকাসহ ৩৩টি দেশে মহামারীর আকার নিয়েছে জিকা ২০১৮ সাল পর্যন্ত মহিলাদের গর্ভধারণ নিষেধ

প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ৩৩টি দেশে জিকা ভাইরাস মহামারীর আকার নিয়েছে। ৩০ থেকে ৪০ লাখ মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। জিকা ভাইরাসের প্রকোপে ওই সমস্ত দেশে হাজার হাজার মাইক্রোসেফ্যালি আক্রান্ত নবজাতক জন্ম নিচ্ছে। তার প্রেক্ষিতে ২০১৮ সাল পর্যন্ত মহিলাদের গর্ভবতী হতে নিষেধ করে দিয়েছে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ। পরিস্থিতি পর্যালোচনায় ১ ফেব্রুয়ারি জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জিকা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় গর্ভবতী মহিলাদের লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওই সমস্ত দেশে আপাতত না যাওয়ার পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সূত্র : এবিপি আনন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন