বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আবারও শুরু হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

আবারো শুরু হচ্ছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বাংলাদেশের পর্ব। আগস্ট থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। মিস ওয়ার্ল্ড-এর বাংলাদেশি ফ্রাঞ্চাইজি অšন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, আগস্ট মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯ এর অডিশন। নভেম্বরের মাঝামাঝি দেশসেরা প্রতিযোগীকে খুঁজে পাঠানো হবে লন্ডনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল আসরে। মিস ওয়ার্ল্ডর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, এতে যোগ দিতে ২০ নভেম্বরের মধ্যে লন্ডনে পৌঁছাতে হবে প্রতিযোগীদের। ১৪ ডিসেম্বর লন্ডনের এক্সেল কনভেনশন সেন্টারে গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীর মাথায় স্বপ্নের মুকুট পরিয়ে দেবেন গতবারের বিজয়ী ভেনেসা পঁসে দে লিওঁ। ২০২০ সালে মিস ওয়ার্ল্ডর ৭০তম আসর বসবে থাইল্যান্ডে। উল্লেখ্য, ২০১৭ সালে প্রথমবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে চীনের সানাইয়া শহরে আয়োজিত মিস ওয়ার্ল্ড’র ৬৭তম আসরে পাঠানো হয়। পরের বছর ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জান্নাতুল ফেরদৌস ঐশী। গত পর্বের বাংলাদেশের আসরে বিচারকের দায়িত্বে ছিলেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেতা খালেদ হোসেন সুজন, মডেল শাবনাজ সাদিয়া ইমি ও ব্যারিস্টার ফারাবী। আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ ও কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরু। এবার বিচারক হিসেবে কারা থাকছেন তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান স্বপন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন