শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউরোপীয় তিন দেশের উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং পরমাণু সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এসব দেশ পরমাণু সমঝোতায় অটল থাকার প্রত্যয় ব্যক্ত করে উত্তেজনা প্রশমনের ব্যাপারে আবার আলোচনা শুরু করার আহŸান জানিয়েছে। রোববার পরমাণু সমঝোতা স্বাক্ষরের চতুর্থ বার্ষিকী উপলক্ষে তিনি ইউরোপীয় দেশ এক যৌথ বিবৃতি প্রকাশ করে। এতে সতর্ক করে দিয়ে বলা হয়, চলমান উত্তেজনার পরিণতি এতটা ভয়াবহ হতে পারে যে, সংশ্লিষ্ট সব পক্ষ যেন কিছুক্ষণের জন্য হলেও তা চিন্তা করে এবং নিজ নিজ পদক্ষেপের সম্ভাব্য পরিণতির বিষয়টি ভেবে দেখে। বিবৃতিতে আরো বলা হয়, “আমরা বিশ্বাস করি, দায়িত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে উত্তেজনা প্রশমন ও আবার আলোচনা শুরু করার সময় এসে গেছে। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন