বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এরশাদের মৃত্যুতে বিদেশিরা ব্যথিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিদেশীরা সমবেদনা জানাচ্ছেন। গতকাল ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকাস্থ দূতাবাসের প্রতিনিধি এরশাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এসে তারা শোক বইয়ে স্বাক্ষর করে নিজেদের অনুভূতি জানান।

বাংলাদেশে কর্মরত তুরস্কের রাষ্ট্রদূত, সুইডেন এর রাষ্ট্রদূত, মালদ্বীপের রাষ্ট্রদূত, ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত, মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার, ওমানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, জাপানের চার্জ দ্যা অফেয়ার্স, রাশিয়ার প্রথম সচিব, থাইল্যান্ডের চার্জ দ্যা অফেয়ার্স, আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধি, সউদী আরব দূতাবাসের প্রতিনিধি, নেপাল দূতাবাসের প্রতিনিধি, নরওয়ে দূতাবাসের প্রতিনিধি, ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি বনানী অফিসে এসে শোক বইয়ে স্বাক্ষর করেন।

তারা শোক বইয়ে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া নিজ নিজ দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তারা আশা প্রকাশ করেন এরশাদের আদর্শ ধারন করে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূতরা হুসেইন মুহম্মদ এরশাদের রুহের শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকার্ত পরিবার এবং জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ, এরশাদকে গতকাল রংপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তাঁর বানানীস্থ কার্যালয়ে ‘রজনীগন্ধা’য় শোক বই খোলা হয়। শোক বইয়ে দেশের বিশিষ্টজন, রাজনীতিন ও বিদেশী কূটনীতিকরা স্বাক্ষরের মাধ্যমে সাবেক প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানান।

আজাদ মসজিদে এরশাদের কুলখানী আজ
আজ ১৭ জুলাই বাদ আছর গুলশান আজাদ মসজিদে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানী অনুষ্ঠিত হবে। হুসেই মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় সবাইকে কুলখানীতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
তানবীর ১৭ জুলাই, ২০১৯, ৩:৩৬ এএম says : 0
তাকে যারা চিনেন, তাদের অধিকাংশ মানুষই ব্যথিত
Total Reply(0)
Muhammad Amanotullah Titu ১৭ জুলাই, ২০১৯, ৩:৩৭ এএম says : 0
মহান আল্লাহ তা'য়ালা পল্লীবন্ধু এরশাদকে সকল গোনাহ মাফ করুন এবং তাহাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন.....
Total Reply(0)
Gm F Dulal ১৭ জুলাই, ২০১৯, ৩:৩৮ এএম says : 0
মানুষ মারা গেলেও তার ভালো কাজ মন্দ কাজ নিয়ে আলোচনা সমালোচনা হয়।এরশাদ সাহেব জীবিত অবস্থায় ইসলামকে রাস্ট্র ধর্ম করা,উপজেলা পদ্ধতির প্রবর্তন ও গ্রামীন অবকাঠামোর উন্নয়ন খুবই প্রশংসোনীয় কাজ তাহার ।কবি হিসাবেও পরিচিত ছিলেন।
Total Reply(0)
Kawsar Ahmed ১৭ জুলাই, ২০১৯, ৩:৪০ এএম says : 0
May ALLAH (swt) shower all the blessing in his grave and grant him highest paradise of Jannatul Ferdous...Ameen..
Total Reply(0)
Mahbub Rahman ১৭ জুলাই, ২০১৯, ৩:৫৬ এএম says : 0
Ershad has done many good job for the people. Bangladesh people are great full to him. May God bless him and select him paradise
Total Reply(0)
Muntakim Uzzal ১৭ জুলাই, ২০১৯, ১০:১৩ এএম says : 0
মহান আল্লাহ তা'য়ালা পল্লীবন্ধু এরশাদকে সকল গোনাহ মাফ করুন এবং তাহাকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন