শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রাম বিমানবন্দর সড়ক যানজটমুক্ত রাখার দাবি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

 চট্টগ্রাম বিমানবন্দর সড়ক যানজটমুক্ত রাখার দাবি জানিয়ে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেছেন, সম্প্রতি প্রবল বর্ষণ ও বিমানবন্দর সড়কে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করতে গিয়ে বিমানবন্দরের একমাত্র সড়কে সীমাহীন যানজটের কারণে বিদেশগামী যাত্রী, ট্যুরিস্ট ও পবিত্র হজযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
গতকাল (মঙ্গলবার) সংগ্রাম কমিটির কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়। সভায় কমিটির চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম বলেন, রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ব্যবহৃত ট্রাক, লরি ও বন্দরের আশেপাশে গড়েওঠা অবৈধ অফডক কন্টেইনার ইয়ার্ডগুলোর জন্য দায়ী বলে মনে করেন স্থানীয় জনগণ। যেখানে নগরীতে প্রবল বর্ষণে রাস্তাঘাট চলাচল অযোগ্য হয়ে পড়েছে সেখানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কটি ভিআইপি রোড হিসেবে পরিচিত হলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সঠিক সময়ে হজযাত্রীসহ বিদেশগামী যাত্রীগণ কোন অবস্থাতেই বিমানবন্দরে পৌঁছাতে পারছে না।
সভায় মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর বর্ষণে প্লাবিত চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে সেখানে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানোর দাবি জানান। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়াম্যান লাইলা ইব্রাহিম বানু, ভাইস চেয়ারম্যান হাকিম মুহাম্মদ উল্লাহ্, মুক্তিযোদ্ধা শেখ মোজাফফার আহাম্মদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম, আবদুর রহমান মান্না, শ্রমিক নেতা সিদ্দিকুল ইসলাম, কে এম নুরুল ইসলাম হুলাইনী, এম গোফরান চৌধুরী প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন