বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোর বোর্ডে মেয়েরা এগিয়ে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ৪:১০ পিএম | আপডেট : ৪:১০ পিএম, ১৭ জুলাই, ২০১৯

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসির ফলাফলে দেখা যায়, এবার ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৭৮ দশমিক৭৬ আর ছেলেদের পাসের হার ৭২দশমিক ৭৪।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, শুধু পাসের হারে নয় পরীক্ষার্থীর সংখ্যায়ও মেয়েরা এগিয়ে। ২০১৯এ এইচএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৫ হাজার ৪৯৫ জন। এদের মধ্যে ছেলে ৪৭ হাজার ৪৪২ ও মেয়ে ৪৮ হাজার ৫৩। বোর্ডের অধীন মোট ৫৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান। কেউ পাস করেনি এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান যশোর শিক্ষাবোর্ডে নেই এবার। তবে অসদুপায়ের কারণে ৬০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন