মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আলিমের ফলাফলে দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ৪:২২ পিএম

আলিম পরীক্ষার ফলাফলে মাদ্রাসা বোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা দেশসেরা হয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ২০৬ জন পাস করেছে। এর মধ্যে ৯১ জন জিপিএ ৫ পেয়েছে। অন্যরা এ গ্রেডে পাস করেছে। পাসের হার ৯৯ ভাগ। মাদ্রাসা বোর্ডে এনএস কামিল মাদ্রাসা গত বছরের ন্যায় এ বছরও প্রথম হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. ছালেহ (চাঁদপুরী হুজুর)। এদিকে ফলাফল প্রকাশের পর বুধবার দুপুরে মাদ্রাসা প্রঙ্গনে উল্লাসে ফেটে পড়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা। আলিমের ফলপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবকসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। প্রতিষ্ঠানটির নিয়ম শৃংখলা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতি বছরই এমন শীর্ষ ফলাফল অর্জন হচ্ছে বলে শিক্ষার্থীরা জানায়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আযীযুর রহমান কায়েদ হুজরের প্রতিষ্ঠিত মাদ্রাসাটি এখন দেশের অন্যমত মাদ্রাসায় রূপলাভ করেছে। তাঁর ছেলে মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের পৃষ্ঠপোষকতায় রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাসটেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফীডব্যাক ক্লাস, অভিভাবক সমাবেশসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়নে প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠানটি ভাল ফলাফল করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন