শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

দাদু-নাতির কথোপকথন

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ছোট্ট সাকিব বার্ষিক পরীক্ষার পর শহরে খালার বাড়ি থেকে বেড়িয়ে এসেছে। দাদুর সঙ্গে দেখা হতেই দাদু জিজ্ঞেস করলেনÑ 

দাদু : কিরে সাকিব, শহরে কি দেখলি?
সাবিক : অনেক কিছু দেখেছি দাদু, তবে একটা জিনিস দেখে থ হয়ে গেছি!
দাদু : কি সেটা?
সাকিব : একদিন রাস্তা দিয়ে চলছি। দেখি একজন ডাকছে এই মাছ, এই মাছ। আর অমনি দেখি মাছটা তার দিকে এগিয়ে গেল। হ্যাঁ-দাদু, অবিকল মানুষের মতো চেহারা। শুধুমাত্র মাথায় কি যেন একটা ছিল! আমি তো আশ্চর্য হয়ে গেলাম! শহরের মাছ কি মানুষের মতো দাদু? 
দাদু (মুচকি হেসে) : ও, বুঝেছি।

গোলাম সরওয়ার
সদর হাসপাতাল, বরিশাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন