শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ঈদ উপলক্ষে স্যামসাংয়ের আকর্ষণীয় অফারের ‘মিট দ্য ঈদ’ ক্যাম্পেইন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ৫:৪৭ পিএম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশব্যাপী ‘মিট দ্য ঈদ’ ক্যাম্পেইন চালু করেছে শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। ক্যাম্পেইনটি চলবে ১১ আগস্ট পর্যন্ত। ক্যাম্পেইন প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ঈদে আমাদের লক্ষ্য হোম অ্যাপলায়েন্সের ক্ষেত্রে স্যামসাংয়ের ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেয়া। আমরা আমাদের গ্রাহকদের এমন সব অফার দিয়েছি, যা তাদের সত্যিই খুশি করবে।

ক্যাম্পেইন চলাকালে, নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা বিনামূল্যে পাবেন একটি টেলিভিশন অথবা ওয়াশিং মেশিন কিংবা মাইক্রোওভেন। এছাড়াও রেফ্রিজারেটরের ক্রয়ের ক্ষেত্রে ৫০ হাজার টাকা ক্যাশব্যাক এবং ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন ক্রেতারা। পাশাপাশি স্যামসাংয়ের নতুন স্পেসম্যাক্স রেফ্রিজারেটরের ক্রয়ে রয়েছে আকর্ষণীয় অফার। বাজারে বিদ্যমান স্যামসাংয়ের একমাত্র নন-ফ্রস্ট আপরাইট ফ্রিজার ক্রয়ে রয়েছে আকর্ষণীয় ক্যাশ ব্যাক এবং এক্সচেঞ্জ অফার।

ঈদকে আরও আনন্দময় করতে ক্রেতারা নির্দিষ্ট মডেলের টেলিভিশন ক্রয় করলে বিনামূল্যে পাবেন সাউন্ড বার অথবা আরেকটি টেলিভিশন। নির্দিষ্ট মডেলের ওয়াশিং মেশিন ক্রয় করলে বিনামূল্যে পাবে ভ্যাকুয়াম ক্লিনার। নির্দিষ্ট মডেলের টেলিভিশন কিনলে ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে ৬ হাজার টাকা ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। এবং ওয়াশিং মেশিন ক্রয়ের ক্ষেত্রে ১০ হাজার টাকা ক্যাশ ব্যাক পাওয়ার সুযোগ পাবে।

ক্যাশব্যাক সুবিধা ছাড়াও এই ক্যাম্পেইনের আওতায় এক্সচেঞ্জ অফারের সুবিধা রয়েছে। স্যামসাংয়ের ক্রেতারা টেলিভিশনের ক্ষেত্রে ৩৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধা লাভ করতে পারবেন। উল্লেখ্য, এক্সচেঞ্জ অফার এবং ক্যাশ ব্যাকের সুবিধা একসাথে প্রযোজ্য হবে না।

তাছাড়াও, রেফ্রিজারেটর অথবা মাইক্রোওয়েভ ওভেন ক্রয় করলে ক্রেতারা স্টক থাকা পর্যন্ত বিনামূল্যে পাবেন গিফট বক্স। এর পাশাপাশি স্যামসাংয়ের টেলিভিশন কিনলে ক্রেতারা পাবেন আইফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশন এবং আকাশ ডিটিএইচ-এর ডিসকাউন্ট ভাউচার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন