শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদের নাটক ছোট পাখি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:১৭ এএম

সম্প্রতি নির্মিত হয়েছে ঈদের নাটক ছোট পাখি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। নাটকটি প্রযোজনা করেছেন ‘আলফা আই প্রোডাকশন’। এতে মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা ও ইরফান সাজ্জাদ। নাটকটির গল্প প্রসঙ্গে গৌতম কৈরী বলেন, ‘ছোট পাখি একটি পারিবারিক গল্পের নাটক। এই নাটকের গল্পে মিথিলা ও ইরফান সাজ্জাদ স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে আছে মা, ভাই বোন। আমাদের আধুনিক সামাজিক জীবনে স্বামী স্ত্রী যে ভেতর থেকে অসুখী জীবনযাপন করছে তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে অবশ্যই তার একটি সুন্দর সমাধানও আছে। নির্মাতা হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আমি তা তুলে ধরার চেষ্টা করেছি।’ এর আগে ইরফান সাজ্জাদ গৌতম কৈরীর নির্দেশনায় অভিনয় করলেও এবারই প্রথম মিথিলা তার নির্দেশনায় অভিনয় করেছেন। মিথিলা বলেন,‘গৌতম এবং সাজ্জাদের সঙ্গে এবারই আমার প্রথম কাজ করা। শূটিং-এর সময়টাকে দু’জনের মধ্যেই সহযোগিতার মনোভাবটা পেয়েছি। নি:সন্দেহে কৈরী একজন ভালো নির্মাতা এবং অবশ্যই সাজ্জাদ একজন ভালো অভিনেতা। আমরা সবাই একটি ভালো টিম হয়ে কাজ করেছি যা দর্শক ছোট পাখি নাটকে দেখতে পাবেন।’ ইরফান সাজ্জাদ বলেন, ‘মিথিলা পারফেক্ট একজন অভিনেত্রী। একজন মানুষ হিসেবে, সহশিল্পী হিসেবে তাকে আমি ভীষণ পছন্দ করি। বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশ তৈরী করে তিনি কাজকে সহজ করে তোলার চেষ্টা করেন। যে কারণে কাজও অনেক ভালো হয়।’ আগামী ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে বলে জানান নাটকটির প্রযোজক শাহরিয়ার শাকিল। এর আগে মিথিলা ও ইরফান সাজ্জাদ সজীব মাহমুদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন