মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:১৬ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১ সুপার থার্টি
২ কবির সিং
৩ আর্টিকল ফিফটিন
৪ মালাল
৫ ভারত

সুপার থার্টি
গণিতবিদ আনন্দ কুমার এবং তার শিক্ষামূলক কার্যক্রম নিয়ে বিকাস বাহল পরিচালিত বায়োপিক।
এই কাহিনীর শুরু ১৯৯৬ সালে। অত্যন্ত মেধাবী ছাত্র আনন্দ কুমার (হৃতিক রোশন)। এক বিখ্যাত কলেজের লাইব্রেরি থেকে তাকে বের করে দেয়া হয় কারণ সে সেখানকার ছাত্র নয়। যতটা না সে অপমানিত হয় তার চেয়ে বেশি এক ধারণায় অনুপ্রাণিত হয়, যার ফলে সে কেম্ব্রিজে পড়াশোনা করার সুযোগ পায়। তবে আনন্দ’র জন্য নিয়তি আরও বড় কিছু নির্ধারণ করে রেখেছিল। কিন্তু জীবনে একটি বড় হোঁচট খাবার পর তার জন্য খুবে বেশি উপায় অবশিষ্ট ছিল না। স্থানীয় একটি কোচিং সেন্টার তাকে শিক্ষকতা করা প্রস্তাব দেয়। নতুন নতুন ধারণা বাস্তবায়নের কারণে তার কিছু বন্ধু হলেও প্রচুর শত্রু তৈরি হয়। তাতে সে থেমে থাকে না। ৩০জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে নিয়ে এক কার্যক্রম শুরু করে সে। ভারতের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আইআইটিতে ভর্তির জন্য তাদের তৈরি করতে শুরু করে, তাও কোনও ফিস ছাড়া। একের পর এক বাধা আসতে শুরু করে, কিন্তু আনন্দ সেসব বাধা অতিক্রম করতে থাকে নিজের মেধা দিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন