বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নাটোরে ভেজাল খাবার তৈরি ও সংরক্ষণ ৪ জনকে জরিমানা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

র‌্যাবের ভেজাল বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ রাজিবুল আহসান, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ নাহিদ হাসান খান, গুরুদাসপুর, নাটোর এর যৌথ নেতৃত্বে বুধবার রাত সাড়ে ৯টা থেকে ১৫ ঘন্টায় নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন চাঁচকৈড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে (ক) সেমাই-১২০ (একশত বিশ) কেজি, (খ) বিস্কুট-৮০ (আশি) কেজি, সহ ১। মোঃ সজিব মিয়া ২। মোঃ আমিনুল ইসলাম, ৩। মোঃ মহিদুল ইসলাম ৪। মোঃ ফাহিম গুরুদাসপুরগণকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক গ্রেফতারকৃত ০১ নং আসামীকে ১০,০০০/- (দশ হাজার টাকা), ০২ নং আসামীকে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা), , ০৩ নং আসামীকে ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা) এবং ০৪ নং আসামীকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) সর্বমোট ৩,০৫,০০০/- জরিমানা প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন