বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শিগগির গণমাধ্যম আইন পাস হবে

মতবিনিময়কালে তথ্যমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

সংসদের আগামী অধিবেশনে গণমাধ্যম (চাকুরি শর্তাবলী) আইন-২০১৮ পাস হবে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যমে বিশৃঙ্খলা এড়াতে নজরদারি বাড়ানো হবে। চলতি মাসেই নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। বুধবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সাংবাদিকদের পেনশন সম্পর্কে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। গণমাধ্যম মালিকদের সরকার থেকে চিঠি দিয়ে পেনশন চালু করতে বলা হবে। এ ক্ষেত্রে মালিকপক্ষ সাংবাদিকদের বেতন থেকে একটি অংশ কেটে রেখে এবং মালিকপক্ষ একটি অংশ দিয়ে পেনশন চালুর বিষয়ে ভাবা হচ্ছে।

নবম ওয়েজবোর্ডে টেলিভিশন সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার কোন আইনি সুযোগ নেই জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন সাংবাদিকদের জন্য পৃথক একটি বেতন কাঠামো গঠন করার বিষয়ে নবম ওয়েজবোর্ড কমিটি পৃথক সুপারিশ করেছে। সেই সুপারিশের আলোকে আলাদা বেতন কাঠামো তৈরির বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের বিকাশের ক্ষেত্রে বহু গঠনমূলক পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব। তিনি সবসময় সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করেন।

ড. হাছান মাহমুদ রূপকল্প ২০২১ এবং ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, সিনিয়র সাংবাদিক মো. খোরশেদ আলম, স ম ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন