শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অর্ধ শতাব্দী পর ফিরল বোতলবন্দি চিঠি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

অনেক বছর আগে বোতলে পুরে সাগরে ভাসানো হয়েছিল একটি চিঠি। এর মাঝে পেরিয়ে গেছে অর্ধশতাব্দী। এতকাল পর সে চিঠির সন্ধান মিলেছে। ঢেউয়ে ভেসে ভেসে চিঠিটি খুঁজে নিয়েছে তার প্রাপক। এখন কেবল উত্তরের অপেক্ষা! ১৯৬৯ সালে জাহাজে করে ভারত মহাসাগর পাড়ি দিয়ে পরিবারের সঙ্গে যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছিল ১৩ বছর বয়সী কিশোর পল গিলমোর। সে সময় নিরুদ্দেশে সাগরে একটি চিঠি ভাসিয়ে দেয় গিলমোর। গত মঙ্গলবার বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে ৫০ আগের বোতলবন্দি সেই চিঠিটি খুঁজে পায় আরেক ১৩ বছর বয়সী কিশোর জায়াহ এলোট। দক্ষিণ অস্ট্রেলিয়ার আয়ার উপদ্বীপের তালিয়া বেলাভূমিতে চিঠিটির সন্ধান মেলে। তারপরই খবরটি ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। সন্ধান মেলে চিঠির প্রাপক পল গিলমোরেরও। সেদিনের সেই কিশোর গিলমোরের বয়স এখন ৬৩ বছর। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন