শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিম কংগ্রেস সদস্যকে কটাক্ষ করে ট্রাম্পের মিছিলে স্লোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা মিছিলে মুসলিম ও সোমালিয়া বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরকে উদ্দেশ্য করে ‘ফেরত পাঠাও’ স্লোগান উঠেছে। তবে এই স্লোগানে সায় দেননি ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ব্যাপারটায় খুশি নই। আমি দ্বিমত পোষণ করছি।’ সম্প্রতি ধারাবাহিক তিনটি টুইট পোস্ট করে কংগ্রেসের চার নারী ডেমোক্র্যাট সদস্যকে কটাক্ষ করেন ট্রাম্প। তাদের উদ্দেশ্য করে ট্রাম্প লেখেন, কংগ্রেসের নারী প্রগতিশীল সদস্যরা মূলত যেসব দেশ থেকে এসেছেন সেসব দেশের সরকারগুলোই চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে, সেগুলোই সবচেয়ে খারাপ, সবচেয়ে দুর্নীতিবাজ আর সবচেয়ে নিষ্ক্রিয়। আর তারাই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর মহান দেশ যুক্তরাষ্ট্র কিভাবে চলবে তার পরামর্শ দিচ্ছে। এসব ডেমোক্র্যাট সদস্যদের ‘নিজ দেশে’ ফিরে গিয়ে সেসব ঠিক করতে সাহায্য করার পরামর্শ দেন ট্রাম্প। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। অনেক রিপাবলিকানও এই বিষয়ে ট্রাম্পের সমালোচনা করেন। নর্থ ক্যারলিনায় অনুষ্ঠিত মিছিলে স্লোগান নিয়ে ট্রাম্প বলেন, স্লোগানটি অনেক বড় ছিলো। কিন্তু আমার ভালো লাগেনি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি খুব দ্রুতই কথা বলেছি এবং এই স্লোগানটিও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন