বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাতীয় সম্মেলনে কঠোর প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে আমাদের : স্যান্ডার্স

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

প্রাইমারি নির্বাচনগুলোতে আমরা উভয়ই নিরঙ্কুশ সমর্থন লাভেব্যর্থ হয়েছি
ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স বলেছেন, দলের আসন্ন প্রতিনিধি সভায় কঠোর প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে আমাদের। কারণ প্রাইমারি নির্বাচনগুলোতে দলীয় মনোনয়ন প্রার্থী হিলারি ও আমার মধ্যে ভোটারদের যে মনোভাব প্রকাশিত হয়েছে তাতে আমরা কেউই নিরঙ্কুশ সংখ্যক সমর্থন লাভ করতে ব্যর্থ হয়েছি। কাজেই প্রতিনিধি সভায় আমাদের দু’জনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। অপরদিকে ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার নির্বাচন। এখানে ভোটারদের বড় অংশ হিলারির বিপক্ষে স্যান্ডার্সকে ভোট দেয়ার হুমকি দিয়েছে। ক্যালিফোর্নিয়া প্রাইমারিকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্যান্ডার্স বলেন, আত্মসমর্পণ নয় আমাদেরকে ভোটারদের কাছে যেতে হবে এবং লক্ষ্যে পৌঁছতে হবে। ফিলাডেলফিয়া কনভেনশন প্রতিনিধিদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থী হিসেবে হিলারি ও আমার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। খবরে বলা হয়, প্রাইমারিতে ক্যালিফোর্নিয়ায় স্যান্ডার্সের কাছে হেরে গেলে মনোনয়ন নাও পেতে পারেন হিলারি। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সেখানে নতুন করে ভোটার হয়েছেন দেড় লাখের অধিক ডেমোক্রেট প্রতিনিধি। এই অংশটিই মূলত স্যান্ডার্সের পক্ষে। আর এদের টার্গেট নিয়েই প্রচারণা চালাচ্ছেন স্যান্ডার্স। ইন্সটিটিউট অব ক্যালিফোর্নিয়ার সর্বশেষ জরিপ মতে, এই অঙ্গরাজ্যটিতে ৭ জুনের প্রাইমারি নির্বাচনে যদি সামান্য ব্যবধানেও জিতে যান স্যান্ডার্স তবে নতুন করে ২৫০ জন ডেলিগেটের সমর্থন পাবেন তিনি। যা তার প্রেসিডেন্ট নির্বচনে মনোনয়ন পেতে নিশ্চিত করবে। ২০১২ সালের পর থেকে এ পর্যন্ত ডেমোক্রেটদের নতুন করে ভোটার বেড়েছে ২১৮ শতাংশ। এদের বেশিরভাগই তরুণ। এরাই স্যান্ডার্সের মনোনয়নে ভূমিকা রাখবে বলে জানায় ইন্সটিটিউট অব ক্যালিফোর্নিয়া। এদিকে, স্যান্ডার্স যদি ক্যালিফোর্নিয়ায় জিতে যান তবে অনিশ্চিত হয়ে পড়বে সাধারণ নির্বাচনে হিলারির মনোনয়ন। এতে ডেমোক্রেটদের সুপারডেলিগেট, দ্বিধাবিভক্ত নেতারা এবং নির্বাচিত অন্য কর্মকর্তারা, যারা প্রেসিডেন্ট নির্বাচনে যে কাউকে সমর্থন দেয়ার ব্যাপারে স্বাধীন, তারা হিলারির ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করতে পারেন। এ বিষয়ে স্যান্ডার্স বলেন, এখন পর্যন্ত যদিও সুপার ডেলিগেটদের সমর্থনের দিক থেকে হিলারি এগিয়ে আছেন। ডেমোক্রেটদের সম্মেলনের আগ পর্যন্ত তারা কাউকে ভোট দিচ্ছেন না। এখন আমার কাজ, চূড়ান্ত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা বুঝিয়ে তাদের আমার পক্ষে টেনে আনা। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যায়, জাতীয় পর্যায়ে ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে রয়েছেন স্যান্ডার্স। সর্বশেষ একটি সমীক্ষায় অন্যদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছেন তিনি। তাছাড়া বর্ণবাদী এবং মুসলিমবিদ্বেষী বিভিন্ন বক্তব্য দিয়ে একদিকে সমালোচিত ট্রাম্প। অন্যদিকে ব্যক্তিগত ই-মেইল সরকারি কাজে ব্যবহার করে ইমেজ সংকটে হিলারি। এদিক থেকে সুবিধাজনক অবস্থানে আছেন স্যান্ডার্স।এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন