বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ধর্ষক-হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম


 রাজধানীর ওয়ারীর শিশু সায়মার ধর্ষক ও হত্যাকারী হারুনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিহত শিশুর পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ধর্ষণ ও খুনের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনা বন্ধ করতে হলে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের আর কেউ করতে সাহস না পায়। সায়মার বাবা আব্দুস সালাম বলেন, শিশু ধর্ষণ, নারী নির্যাতন বন্ধের দাবি ওঠেছে সমাজের সব শ্রেণী-পেশার মানুষের পক্ষে। আমি শুধু আমার মেয়ের ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসি চাই না। আমি চাই, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।

এ সময় চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে ছিল- নারী ও শিশু নির্যাতন দমন আইনকে দ্রæত সংশোধন করে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করা, বিশেষ ট্রাব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার শেষ করা, প্রতিটি ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ধর্ষণ প্রতিরোধ ও প্রতিকারের জন্য শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। মানববন্ধনে ওয়ারীর স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন