শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মালয়েশিয়া থেকে অবৈধ কর্মীরা দেশে ফিরবে ১ আগস্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

 মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। আগামী ১ আগষ্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ অভিবাসীদের দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্র জানিয়েছে এ সুযোগ পাওয়ার পরেও যারা দেশটিতে অবস্থান করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কুয়ালালামপুর থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
অবৈধ অভিবাসীদের দেশ ত্যাগের সব প্রক্রিয়া সম্পন্ন করতে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে ৮০টি কাউন্টার খোলা হবে। অবৈধ ব্যক্তিদের সরাসরি ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অবৈধ অভিবাসীদের ইমিগ্রেশন আইনের আওতায় অবৈধ অবস্থানকারীরা এই সুযোগ পাবেন। যাদের পাসপোর্ট নেই দূতাবাস থেকে তাদেরকে ট্রাভেল পাস, ৭০০ মালয় রিঙ্গিট এবং যে কোনো বিমানের একটি টিকিট থাকলেই অবৈধ কর্মীরা দেশে ফিরতে পাবে। তবে প্রতারণার হাত থেকে সর্তক এবং কোনো এজেন্টের সাথে টাকা লেনদেন না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mustafizur Rahman Ansari ২০ জুলাই, ২০১৯, ৩:২০ পিএম says : 0
Very Good decision. Lot of Thanks for Malaysian government.
Total Reply(0)
Mustafizur Rahman Ansari ২০ জুলাই, ২০১৯, ৩:২১ পিএম says : 0
Very Good decision. Lot of Thanks for Malaysian government.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন