শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে চার মাদ্রাসায় শতভাগ পাশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ৩:১৪ পিএম

এইচ.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৯ এ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চারটি মাদ্রাসায় শতভাগ পাশ করেছে। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসা, ছাইতানতলা আলিম মাদ্রাসা, চন্ডিপুর এজিএম আলিম মাদ্রাসা ও রামজীবন আলিম মাদ্রাসা। এর পরেই ৯৬% পাশ করেছে ভুরারঘাট এম.ইউ ফাজিল মাদ্রাসা। ৫০% পাশ করে সর্বনিম্ন অবস্থানে রয়েছে বোয়ালী দারুল উলূম মাদ্রাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কলেজ ১৫টি কারিগরি কলেজ ৮টি ও মাদ্রাসা ৯টিসহ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছর এইচ.এস.সি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে মাদ্রাসা শাখায় পাশের হার ৯৪%, কারিগরি শাখায় ৮৫% ও সাধারণ কলেজ শাখায় ৬৬%। কারিগরি কলেজগুলোর মধ্যে ৯২% পাশ করে সর্বোচ্চ ফলাফল করেছে আলহাজ্ব সেলিমা মাধ্যমিক ও কারিগরি কলেজ। ৫০% পাশ করে সর্বনি¤েœ রয়েছে ধর্মপুর এসআইডি কারিগরি কলেজ। সাধারণ কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ ৮৭% পাশের হার ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রী কলেজে। ৪২% পাশ করে সর্বনি¤œ অবস্থানে রয়েছে শোভাগঞ্জ মহিলা মডেল কলেজ ও ঘগোয়া স্কুল এন্ড কলেজ। তবে সীচা শুভজান জুলেখা আলিম মাদ্রাসা ও বজরা কঞ্চিবাড়ী এইউ কারিগরি কলেজ থেকে কেউ পরীক্ষায় অংশ নেয়নি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মূঃ মাহমুদ হোসেন মন্ডল জানান, এ শিক্ষা প্রতিষ্ঠান দুটোর কার্যক্রম ঢিলে-ঢালা। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন