শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভাঙ্গায় আড়িয়াল খা নদের ভাঙ্গনে বসতবাড়ী ফসলী জমি বিলীন, হুমকির মুখে বেড়িবাধ

জিও ব্যাগের ডাম্পিং শুরু

ফরিদপুরের জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ৩:৩৩ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বসতবাড়ী,ফসলীজমি,উপসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমুহ আড়িয়াল খাঁ নদের অব্যাহত ভাঙ্গনে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আড়িয়াল খাঁ নদের অস্বাভাবিক পানি বৃদ্বির সাথে সাথে ভাঙ্গনের তীব্রতা আরও বৃদ্বি পেয়েছে ।এরই মধ্যে বিশাল জনপদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে হাজার স্মৃতি ,পল্লীর প্রতিদিনের কোলাহলময় জীবনধারা। যেখানে এক সময় ছিল জনমানুষের অবাধ বিচরন,কোলাহলময়। আজ সবই অতীত।
নাসিরাদ ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী লাবলু জানান, ভাঙ্গনে তার ইউনিয়নের ২ শত বিঘা জমি,ঘরবাড়ী , শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সাথে উপজেলা সংযোগ সড়কের বেশীর ভাগ অংশ ভেঙ্গে গেছে। যেকোন মুহুর্তে উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় জিও ব্যাগের ডাম্পিং শুরু হয়েছে। এলাকাবাসী, ইউপি চেয়ারম্যান সদস্য সহ সকলের সহায়তায় ভাঙ্গন প্রতিরোধ করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) হিমাদ্রি খীসা , উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস বোস,মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোল্লা আল মামুন,ঠিকাদার আঃ রহিম সহ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০টি পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন