শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আর্ন্তজাতিকভাবে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র লিলিথ

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

প্রকাশিত হয়েছে চলচ্চিত্র লিলিথ-এর ট্রেলার। কামরুল হাসান নাসিমের গল্প চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটি শিগগিরই আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। গতানুগতিক কাহিনিনির্ভর চলচ্চিত্রের বাইরে দাঁড়িয়ে পৌরাণিক চরিত্র রহস্যময় চরিত্র লিলিথ-এর সূত্র ধরে একটি দার্শনিক ভ্রমণ ঘটেছে বলে নির্মাতা মনে করেন। চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্র ইশ্বর মিত্রের ভ‚মিকায় অভিনয় করেছেন নির্মাতা নিজেই। অন্যদিকে লেখক চরিত্রে আরমান পারভেজ মুরাদ এবং পত্রিকার স¤পাদক চরিত্রে অপর্ণা ঘোষেরও দেখা মিলেছে ট্রেলারে। চলচ্চিত্রটিকে মুভি অব দ্য প্ল্যানেট আখ্যা দিয়ে নির্মাতা বলেন, ইতোমধ্যে চলচ্চিত্রটির টেইলর মুক্তি দেয়া হয়েছে। তবে ট্রেইলর দেখে লিলিথ চলচ্চিত্রের ধরণ স¤পর্কে খুব বেশি বোঝার সুযোগ নেই। প্রাথমিকভাবে এটিকে হরর ফিল্ম মনে হলেও আসলে শেষ পর্যন্ত একটি আধ্যাত্মিকি উচ্ছ¡াসে ভাসবেন দর্শক। সংলাপ ও গভীরতা-এই দুই দিক থেকে লিলিথ-এর মতো চলচ্চিত্র পৃথিবীতে বিরল মনে করছি। লিলিথ এই গ্রহের চলচ্চিত্র। পৃথিবীর সকল মানুষের জন্য নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্রটি।

মূলত দর্শক নয়, মানুষের জন্য এই সিনেমা। মানুষের দায়িত্বটা কি তা এই ফিল্মে ধরা দিবে। নির্মাতা জানান, আন্তর্জাতিক নানা উৎসবে অংশগ্রহণের পাশাপাশি চলতি বছর সেপ্টেম্বরে আমেরিকার লস এঞ্জেলেসে লিলিথ-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। তবে, বাংলাদেশে মুক্তির সম্ভাবনা নেই চলচ্চিত্রটির। এমন কথা জানিয়ে নির্মাতা নাসিম বলেন, বাংলাদেশে এ চলচ্চিত্রের দর্শক খুব সীমিত। তবে, খুব শিগগিরই আমরা বিদগ্ধজন ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি ঘরোয়া প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছি। আন্তর্জাতিক মুক্তি ও উৎসব ঘুরে চলচ্চিত্রটি ইন্টারনেটে উন্মুক্ত করে দেয়া হবে। বর্তমানে চলচ্চিত্রটির চ‚ড়ান্ত স¤পাদনা ও আবহ সঙ্গীতের কাজ চলছে মুম্বাইয়ে। চলচ্চিত্রটি নির্মাণ করছে কেএইচএন মিডিয়া ও বৈষ্টমী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন