বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হায়দরাবাদে চলচ্চিত্র উৎসবে ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা প্রদান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উদযাপন উপলক্ষে ভারতের হায়দরাবাদের বানজারা হিলের প্রসাদ ল্যাব থিয়েটারে হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। চার দিনব্যাপী এই উৎসব ১৮-২১ জুলাই পর্যন্ত চলবে। সাহিত্য, সংস্কৃতি এবং বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রখ্যাত শিশুসাহিত্যিক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। ফরিদুর রেজা সাগর ছাড়াও চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে কিংবদন্তী নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত এবং ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার নাগার্জুনকে।

১৯ জুলাই তাদের এই সম্মাননা দেওয়া হয়। বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রসহ ভারতীয় আঞ্চলিক ছবির গণ্যমান্য ব্যক্তিরা। বাংলার পাশাপাশি তেলেগু, কাশ্মিরী, উর্দু এবং হিন্দি ভাষার চলচ্চিত্র সংশ্লিষ্টদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল উৎসবে। হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবে ফরিদুর রেজা সাগর ছাড়াও আমন্ত্রণ পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’র ক্রিয়েটিভ ডিরেক্টর আবু শাহেদ ইমন। এই নিয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে ১৩টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয়। বাংলা চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে উৎসবে দেখানো হয় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, গৌতম ঘোষ ও ঋতুপর্ণ ঘোষের মতো কিংবদন্তী নির্মাতাদের ছবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন