শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফটিকছড়িতে বন্যার্তদের ত্রাণ বিতরণ অব্যাহত

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

বন্যাগ্রস্ত ফটিকছড়ি’র নিম্নাঞ্চলে ত্রাণ বিতরণ অব্যাহত চলছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিন পরিদর্শন করে বন্যাগ্রস্থদের মাঝে চাল-ডালসহ নিত্য খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তিনি গতকাল শনিবার ও গত শুক্রবার দু’দিনে ফটিকছড়ির বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি, পাইন্দং এবং রোসাংগিরী, নানুপুর, বখতপুর, ধর্মপুর, জাফতনগর, আব্দুল্লাহপুর ইউপি এলাকায় বন্যাগ্রস্থদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। স্থানীয় এমপি ৪ দিনে ১৮ ইউপি এবং ২ পৌরসভায় ২০ মেট্রিক টন খাদ্য শষ্য বিতরণ করেন। তারপূর্বে স্থানীয় প্রশাসন ৩০ মেট্রিক টন খাদ্য শষ্য জরুরি ভিত্তিতে বিতরণ করাহয়।

এ সময় ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ইউএনও মো. সায়েদুল আরেফীন, ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার, ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ, বাগান বাজার ইউপি চেয়ারম্যান মো. রুস্তম আলী, দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো. জানে আলম, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান হারন আর রশিদ, ভূজপুর ইউপি চেয়ারম্যান মো: ইব্রাহিম তালুকদার, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ অহিদুল আলমসহ উপজেলার প্রশাসনিক অফিসারবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন